শরহে ওয়াফীঃ সহজতার সাথে পূর্ণতার পথে

– সাইফুল্লাহ তামীম।

 

পূর্ণতার পথটি খুব সহজ নয়। তা আরও কঠিন মনে হয়, যখন দেখা যায়, পূর্ণতা অর্জনের এই কষ্টকর পথে পাশে কেউ নেই।
তবে পূর্ণতা কি আসলেই সম্ভব কারো মাঝে থাকা? -বোধহয়, না।
তবু আমরা চেষ্টা করি। চেষ্টা করি পূর্ণতা অর্জনে।
কোনো বিষয়ে গভীর ধারণা রেখে। কোনো কাজে অর্জন করে দক্ষতা।
হ্যাঁ, দক্ষতা আর জ্ঞানকেই আমি বলছি পূর্ণতার মাপকাঠি।
সেই দক্ষতা আর জ্ঞানে যদিও পূর্ণ নই আমি।
কিন্তু আমাকে তুমি ‘পথিক’ বলতে পার।
পূর্ণতা অর্জনের পথে এক অবিশ্রান্ত পথিক।
জানো, আমি না সবসময় সেই পথে সবসময় একটি হাত খুঁজেছি।
যে হাত আমাকে সামনের দিকে এগিয়ে দিবে। পূর্ণতা অর্জনে আমায় দিবে সহজ পথের দিশা।
কিন্তু
কিন্তু সেভাবে পাইনি কাউকে। এদিকে সেদিকে হোঁচট খেয়ে কিছুটা এগিয়েছি তা-ও। আর তাতে আমার মনে হল, এবার কিছু সুখ খোঁজা দরকার।
আমি যতোটা এগিয়েছি, চাইলেই পারি ততোটা পথ অতিক্রমে কাউকে পথ দেখাতে। তার পাশে একান্ত ‘আপনজন’ হয়ে দাড়াতে।
তুমি বলতে পার, সেই ‘সুখের’ ব্যাখ্যা কী, যার খোঁজে ছুটে চলছি আমি।
বলব, হাসিমুখ।
মানুষের ‘হাসিমুখ’ দেখার চাইতে যে আর
বড় কোনো সুখ পৃথিবীতে নেই।
সেই হাসিমুখ খোঁজার পথেই আমার আয়োজন এই ‘শরহে ওয়াফী’ ওয়েবসাইট।
যেখানে আমি তোমার সাথে শেয়ার করব দক্ষতা অর্জনের নানা পথ নিয়ে। শেয়ার করব বিভিন্ন বিষয়ের ব্যাখ্যাসহ অনেক প্রয়োজনীয় বিষয়।
আমার এই আয়োজনে তোমায় স্বাগতম।

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *