মতিঝিল, পল্টন, রমনা, শাহবাগ ও ধানমন্ডি থানার সকল কওমী মাদরাসা (ঢাকা জেলা, পর্ব-৫)

বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা আর ঢাকার প্রাণকেন্দ্র বলা হয় মতিঝিলকে। মতিঝিলের পাশেই অবস্থিত পল্টন থানা, যেখানে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম অবস্থিত। পল্টন থানার পশ্চিমে রয়েছে শাহবাগ ও রমনা থানা। এই কয়েকটি থানা অর্থাৎ, মতিঝিল, পল্টন, রমনা, শাহবাগ এবং সেই সাথে ধানমন্ডি ও নিউ মার্কেট থানার সকল কওমী মাদরাসার তালিকা রয়েছে এই লেখাটিতে।

shapla chattar
মতিঝিলের শাপলা চত্বর। কওমী মাদরাসার ইতিহাসে অবিস্মরণীয় একটি স্থান।

মতিঝিল থানার সকল কওমী মাদরাসা

মতিঝিল থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ মতিঝিল, আরামবাগ ও কমালাপুর।

ছেলে মাদরাসা

জামিয়া দারুল উলূম, ১৫৪ মতিঝিল বা/এ।

জামিয়া দ্বীনিয়া শামসুল উলূম, এ,জি,বি কলোনি।

জামিয়া ইসলামিয়া হারুনিয়া, ফকীরাপুল।

মালিবাগ শাহী মসজিদ হাফিজিয়া মাদরাসা, ২২৪/২, মালিবাগ।

 

(এই থানায় অবস্থিত কোন মহিলা মাদরাসার ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি।)

*বিজ্ঞাপন

হাফেজ মাদানি নেসাব

 

পল্টন থানার সকল কওমী মাদরাসা

পল্টন থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ পুরানা পল্টন, নয়া পল্টন, বাইতুল মোকাররম ও স্টেডিয়াম এলাকা, শান্তিনগর ও গুলিস্তান মার্কেট এলাকা।

ছেলে মাদরাসা

মারকাযুত তাক্বওয়া আল ইসলামী ঢাকা, ৬২/৮, শান্তিনগর।

আল আরাফা মাদরাসা, ৩০, চামেলীবাগ, শান্তিনগর।

 

মহিলা মাদরাসা

মুসলিম জাতীয় মহিলা মাদরাসা শান্তিনগর বাজার জামে মসজিদ, শান্তিনগর।

 

 

 

রমনা থানার সকল কওমী মাদরাসা

রমনা থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ  রমনা, সেগুন বাগিচা, মিনটু রোড, বেইলী রোড, দিলু রোড, কাকরাইল ও মগবাজার।

ছেলে মাদরাসা

দারুল উলূম দিলু রোড মাদরাসা।

দারুস সুন্নাহ কওমী মাদরাসা ও এতিমখানা, ১/১/এ মীরবাগ।

মাদরাসাতুল ইহসান লি উলূমিল কুরআন, ৩৯৪/২, মধুবাগ, মগবাজার।

হযরত শাহ নূরী (রাঃ) হাফিজিয়া মাদরাসা, ৫৩২/ই, নয়াটোলা, মগবাজার।

মাদরাসাতু খাইরিল বারিয়্যাহ দারুল উলূম, রোড-৬, বাড়ী-৭১, সেক্তর-১২, রমনা।

মসজিদে নূর হিফজুল কুরআন মাদরাসা, দিলু রোড।

হিফযুল কুরআন মাদরাসা, ১০৮, নিউ ইস্কাটন।

রহমত উল্লাহ নূর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, ৬৩ নিউ ইস্কাটন রোড।

গ্রীনওয়ে দারুল উলূম হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, ৮/১, গ্রিনওয়ে।

ফকির মাহমুদিয়া হাফিজিয়া মাদরাসা, ৫৩৫, পেয়ারা বাগ, বড় মগবাজার।

উসওয়াতুন হাসানাহ, ৩৫৭/২২, উত্তর মধুবাগ চৌরাস্তা (হাতিরঝিল সংলগ্ন)।

মাদরাসাতুল হিকমাহ, ১৭/ই/ত, মধুবাগ।

 

মহিলা মাদরাসা

আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদরাসা, ৩৪/সি পূর্ব নয়াটোলা, মগবাজার।

 

 

 

শাহবাগ থানার সকল কওমী মাদরাসা

শাহবাগ থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ শাহবাগ, বাংলামটর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা মেডিকেল ও বুয়েট এলাকা।

ছেলে মাদরাসা

নূরে হেরা নূরানী ও হিফজুল কোরআন মাদরাসা, ২৭/৮/এ তোপখানা রোড, শাহবাগ।

(এই থানায় অবস্থিত কোন মহিলা মাদরাসার ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি।)

 

 

ধানমন্ডি থানার সকল কওমী মাদরাসা

ধানমন্ডি থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ ধানমন্ডি, জাফরাবাদ ও সোবহানবাগ।

ছেলে মাদরাসা

আব্দুল মজিদ হাফিজিয়া মাদরাসা, ৩৮/১, মিতালী রোড।

 

মহিলা মাদরাসা

জান্নাতুল বানাত মহিলা মাদরাসা, ৩১ শংকর পশ্চিম পাড়া।

 

 

নিউ মার্কেট থানার সকল কওমী মাদরাসা

নিউ মার্কেট থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও কাঁটাবন।

ছেলে মাদরাসা

দারুল উলূম রহমানিয়া মাদরাসা, ৩২/২, মিরপুর রোড।

 

মহিলা মাদরাসা

জামিয়া সাহবানিয়া দারুল উলূম (বানাত শাখা), ৮, এলিফ্যান্ট রোড।

 

ছবি কৃতজ্ঞতাঃ Ikhlas Al Fahim (Eye’s Window)

 

এক মিনিট!

আপনি কি এই লেখাটির দ্বারা উপকৃত হয়েছেন?

হলে আমার এই ওয়েবসাইটের জন্য তৈরি করা পেজটি ফলো করতে ভুলবেন না।

Shorhe Wafi By Saifullah Tamim

মাদরাসা বা ধর্মীয় শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শের জন্যও পেজে মেসেজ দিতে পারেন রিয়েল আইডি দিয়ে। 

ধন্যবাদ। 

 

 

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *