বৃহত্তর মিরপুর এলাকার সকল কওমী মাদরাসা (ঢাকা জেলা, পর্ব-৯)

আরজাবাদ মাদরাসা

রাজধানী ঢাকার ঘনবসতিপূর্ণ একটি বৃহৎ এলাকা মিরপুর। বৃহত্তর মিরপুর এলাকায় বেশ কয়েকটি থানা রয়েছে। সেগুলো হলঃ মিরপুর মডেল থানা, শাহ আলী থানা, পল্লবী থানা, কাফরুল থানা, দারুস সালাম থানা, ভাষানটেক থানা ও রূপনগর থানা। এই সাতটি থানায় অবস্থিত সকল কওমী মাদরাসার তালিকা রয়েছে এই লেখাটিতে।

 

মিরপুর কওমী মাদরাসা
ঢাকা জেলার ম্যাপে বৃহত্তর মিরপুর এলাকার চারটি থানা (মিরপুর মডেল, কাফরুল, শাহআলী এবং পল্লবী) থানাকে হলুদ বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়েছে।

 

মিরপুর মডেল থানায় অবস্থিত কওমী মাদরাসাসমূহ

মিরপুর মডেল থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ স্টেডিয়াম এলাকা, কাজিপাড়া, শেওড়াপাড়া, মনিপুর, পাইকপাড়া ও পীরেরবাগ।

ছেলে মাদরাসা

মাদরাসা দারুল উলূম, সেকশন-৬, ব্লক-ডি, মিরপুর-২।

জামিয়া ইসলামিয়া দারুল উলূম, সেকশন-১, ব্লক-সি ও ই।

জামিয়া ইমদাদিয়া আশরাফিয়া আখতারুল উলূম, লাকিরচর।

 

 

জামিয়া দ্বীনিয়া ইসলামিয়া, কল্যাণপুর।

জামিয়া আরাবিয়া আশরাফিয়া ও এতিমখানা, ব্লক-৩।

জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানা, ২৭৬ দক্ষিণ জোনাকি রোড, পাইকপারা।

জামিয়া হোসাইনিয়া দারুল উলুম, ১২৪১ পূর্ব মনিপুর।

নুরুল উলূম মাদরাসা ও নূরানী জামে মসজিদ কমপ্লেক্স, ২২৫/৫ দক্ষিণ পীরেরবাগ (আমতলা)।

আশরাফুল উলূম মাদরাসা, ৪৮৫, দক্ষিণ পাইকপাড়া।

নুরুল কুরআন মাদরাসা ও এতিমখানা, পীরের বাগ।

মদীনাতুল উলূম মাদরাসা, ৩৯, প্রাইমারী স্কুল রোড, কল্যাণপুর।

আন নূর হিফজ মাদরাসা, রোড-২, বাড়ী-২৪, ব্লক-বি, সেকশন-৬।

এহসানুল উলূম মাদরাসা, ২৩১/এ দক্ষিণ পাইকপাড়া।

ঢাকা হুসাইনিয়া হিফজুল কুরআন মাদরাসা, ৪৩০/২, দক্ষিণ পাইকপাড়া।

জামিয়া দারুত তাকওয়া ইসলামী কিন্ডার গার্ডেন, ২৪৫ পশ্চিম মনিপুর।

মাদরাসা শামছুল ইসলাম, ২৬২/২ দক্ষিণ পীরেরবাগ।

জামিয়া ফারুকিয়া মাদরাসা, লেন-১৭, ব্লক-এ, সেকশন-১০।

দারুল উলূম হাফিজিয়া মাদরাসা, আহম্মদনগর পাইকপাড়া।

নূরানী ইসলামিয়া মাদরাসা, ২/এইচ।

জামিয়া ইসলামিয়া দারুন নূর (মাদরাসা) কমপ্লেক্স, ১২৭০ পূর্ব মনিপুর।

মাদরাসা ওয়াজিয়া আরাবিয়া হাফিজিয়া মদীনা মদীনা নগর, এভিনিউ-৫, লেন-২৪।

জামিয়া নূরুল ফুরকান মদীনা মসজিদ মাদরাসা, দ্বিতীয় কলোনি, মাজার রোড।

শাহআলী বাগ হাফিজিয়া মাদরাসা, ১৪৬/১, শাহ আলী বাগ।

মনিপুর সিদ্দীকিয়া মাদরাসা ও এতিমখানা, ৬১ নং পশ্চিম মনিপুর।

তাহসীনুল কুরআন মাদরাসা, ১/২, ব্লক-সি, মিরপুর-১।*

শাহ সাহেব নগর হাফিজিয়া মাদরাসা, ৬/২, মধ্য পাইকপাড়া।

তাকওয়া হিফজুল কুরআন মাদরাসা, ব্লক-বি, সেকশন-১।*

মনিপুর ইসলামিয়া মাদরাসা, ৫২২, মনিপুর।

মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা, রদ-১৮, ব্লক-সি, সেকশন-১০।

 

মহিলা মাদরাসা

জামিয়া সিদ্দিকীয়া নূরানী মহিলা মাদরাসা, সেকশন-২, ব্লক-এইচ।

আনোয়ারা খাতুন মহিলা মাদরাসা ও ইসলামী কিন্ডার গার্ডেন, ৪/৩৩, ব্লক-এফ, মিরপুর-১।*

দারুল কোরআন মহিলা মাদরাসা, ২৬০/২ দক্ষিণ পীরের বাগ।

নাদিয়াতুল কোরআন মহিলা মাদরাসা, ১৪৯/১, দক্ষিণ পীরের বাগ, মুক্তি হাউজিং।

শামসুল উলূম মহিলা মাদরাসা, ২৬২/২ পীরেরবাগ।

খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা, ব্লক-ই, রোড-৭, মিরপুর-১।*

জামিয়া ইক্বরা ইসলামিয়া মাদরাসা (মহিলা শাখা), ২১২, পশ্চিম মনিপুর।

 

 

 

পল্লবী থানায় অবস্থিত কওমী মাদরাসাসমূহ

পল্লবী থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ পল্লবী, বর্ধিত পল্লবী, মিরপুর ডি ও এইচ এস, মিরপুর সেনানিবাস ও ডুইপ নগর।

ছেলে মাদরাসা

জামিয়া আরাবীয়া হামিউস সুন্নাহ, বাউনিয়া বাঁধ, ব্লক-ই।

শহীদ মুক্তিযোদ্ধা জামিয়া ইমদাদিয়া দারুল উলূম, মুসলিম বাজার।

মাদরাসা দারুর রাশাদ, সেকশন-১২, ব্লক-ডি।

জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদরাসা, সেকশন-৭।

দারুল হাবীব (সাঃ) আল ইসলামিয়া, ব্লক-বি, বাউনিয়া বাঁধ।

আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুস সালাম, হাউজ-৬৮, রোড-৬, পল্লবী।

জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম, বাড়ী-৬, বর্ধিত পল্লবী।

মাদানিয়া আরাবিয়া মাদরাসা, আলুবদী পল্লবী।

আফতাব উদ্দিন মাদরাসা, জে-৩-৬, বর্ধিত পল্লবী।

জামিয়া ইসলামিয়া কাসেমুল উলূম মাদরাসা, সেকশন-১১, ব্লক-এ।

মাদরাসায়ে ইলমে নববী, প্লট নং ৫৫১ ও ৫৫৩, মিরপুর ডি ও এইচ এস।

বায়তুল মা’মুর মাদরাসা কমপ্লেক্স, ১১/এ, ৮/১, পল্লবি।

কিরাতুল কুরআন শামসুল উলূম মাদরাসা, ১২/ডি কালশী বালুরমাঠ।

মাদরাসা মদীনাতুল উলুম, ৩৩/৪৭, ১২-ই।

জামিয়া ইসলামিয়া রওযাতুল উলূম, বাউনিয়াবাঁধ, ব্লক-সি।

ওমর বিন খাত্তাব (রাঃ) মসজিদ মাদরাসা, উত্তর কালসী।

মাদরাসা সাওতুল হেরা, ই/১৫, বর্ধিত পল্লবী।

রিয়াজুল জান্নাত মাদরাসা ও এতিমখানা, ১২/ই, রোড-৩, ব্লক-ই।

মাদরাসা মারকাযুস সুন্নাহ তাহিয়্যাতুত তুল্লাব, ১০/৬।

মাদরাসা মদীনাতু উলূম, ১১-বি, লেন-৩/২০/১,।

মুঈনুল কুরআন মাদরাসা, ব্লক-১২/ডি, এভিনিউ-২, সিরামিক রোড।

মাদরাসা ই রওযাতুল কুরআন, রোড-১৫, বাড়ী-৩/৪, ব্লক-ডি, সেকশন-৬।

সিরাজিয়া ইসলামিয়া মাদরাসা, ডুইপ প্লট-৬, ব্লক-বি।

 

মহিলা মাদরাসা

জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদরাসা), বক্ল-ত, মিরপুর-১২।

জামিয়া মিল্লিয়া আয়েশা সিদ্দীকা (রাঃ) লিল বানাত, ২এ/১৩, পল্লবী।

জামিয়া কুরআনিয়া তালীমিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা, ১১-ডি বাউনিয়া বাধ।

মাদরাসাই উসওয়াতুল বানাত, জি-৬৪, বর্ধিত পল্লবী।

নিয়ামুল কুরআন মহিলা মাদরাসা ও এতিমখানা, রোড-৯, বাড়ী-১৫, ব্লক-ডি, সেকশন-১২।

জান্নাতুন নিসা মহিলা মাদরাসা ও হিফজখানা, বাসা-১৩, লেন-১০, ব্লক-ডি, সেকশন-১২।

রাশাদ বালিকা মাদরাসা, বাড়ী-০৫, রোড-১২/৩, ব্লক-ই, মিরপুর-১২।

পলাশ নগর আনোয়ারুল উলূম মহিলা মাদরাসা, ৭৪/ক-৫, মিরপুর-১১।

মুহাম্মদিয়া তাহফিজুল কুরআন বালিকা মাদরাসা, বাড়ী-১২৩-১২৪, লেন-৪, এভিনিউ-৫, ব্লক-সি, সেকশন-১১।

দারুল আরকাম মহিলা মাদরাসা, ১৩/১৫, ব্লক-বি, বাউনিয়াবাধ।

 

 

 

দারুস সালাম থানায় অবস্থিত কওমী মাদরাসাসমূহ

দারুস সালাম থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ গাবতলী, টোলারবাগ, কোটবাড়ী, হরিরামপুর, লালকুঠি, বড় বাজার পাড়া, দিয়াবাড়ী, বাগবাড়ী ও কল্যাণপুর (আংশিক)।

ছেলে মাদরাসা

জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, হাবিরামপুর।

জামিয়া ইসলামিয়া ইলমুল ইলাহী, কারমাইকেল রোড, বাগবাড়ি।

জামিয়া ইসলামিয়া মাযহারুল উলূম, ২/এ, দারুস সালাম রোড।

জামিয়া ইমদাদিয়া, ২/ক, দক্ষিণ কল্যাণপুর।

আল জামিয়াতুস সিদ্দিকীয়া দারুল উলূম।

ইদারাতুল মা’আরিফ আল ইসলামিয়া, গেদারটেক, গাবতলী।

জামিয়া ইসলামিয়া শায়েখ আব্দুল বাতেন রহঃ, বাতেন নগর।

মাদরাসা তাহফীযুল কুরআনিল কারীম, গোলারটেক মসজিদ।

ইকরা রওযাতুল আতফাল মাদরাসা, প্রিয়াঙ্গন।

মারকাযু ফায়জিল কুরআন আল ইসলামী, ৬৭/১, হবিরামপুর।

মদীনাতুন নূর হিফজুল কুরআন মাদরাসা, ৪৯/১১, দিয়াবাড়ী।

খানকা-ই মাশুরিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, ১৭/৫, টোলার বাগ।

 

 

মহিলা মাদরাসা

উম্মুল মুমেনীন হযরত আয়েশা সিদ্দীকা বালিকা মাদরাসা, ২/২, দারুস সালাম।

দারুত তাকওয়া মাহমূদিয়া মহিলা মাদরাসা, ১০/৩, জাহানাবাদ, মিরপুর-১।

শামসুল উলূম আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদরাসা, ৭০, হবিরামপুর।

 

শাহআলী থানায় অবস্থিত কওমী মাদরাসাসমূহ

শাহআলী থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন এলাকা, শাহআলী নগর, কাজী ফুরি, গুদারঘাট, বক্সনগর ও তুরাগসিটি।

ছেলে মাদরাসা

জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ, বাসা-৪৫, রোড-৩, শাহআলী নগর, শাহ আলী।

জামিয়া উসমানিয়া মারকাযুল হুদা, মিরপুর-১, গুদারঘাট, ব্লক-এইচ, শাহ আলী।

সওতুল কুরআন মাদরাসা, ৬৭/ক, রোড-১০, উত্তর বিশিল, শাহ আলী।

মদীনাতুল উলূম ইসলামিয়া কাজীবাড়ী মাদরাসা, ৬৭/৬৮, উত্তর বিশিল, শাহ আলী।

 

মহিলা মাদরাসা

দারুল উলূম মহিলা মাদরাসা, ১এইচ, ১/৬মিরপুর, শাহআলী।

 

 

কাফরুল এবং ভাসানটেক থানায় অবস্থিত কওমী মাদরাসাসমূহ

কাফরুল এবং ভাষানটেক থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ কাফরুল, ভাষানটেক, ইব্রাহিমপুর, সেনপাড়া, পূর্ব কাজীপাড়া এবং পূর্ব শেওড়াপাড়া।

( ২০১২ সালে কাফরুল থানার কিছু অংশও নিয়ে ভাষানটেক থানা গঠিত হয়। ভাষানটেক থানা নতুন এবং অপেক্ষাকৃত কম পরিচিত হওয়ায় ভাষানটেক থানার কওমী মাদরাসাসমূহকে কাফরুল থানার কওমী মাদরাসাসমূহের সাথে উল্লেখ করা হল। )

ছেলে মাদরাসা

দারুল উলূম মাদরাসা (১৩নং বাজার), প্লট-৪১, ব্লক-সি, সেকশন-১৩, কাফরুল।

জামেউল উলূম মাদরাসা, মিরপুর-১৪।

জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম, টিনসেড কলোনি, মিরপুর-১৩।

আল ইহসান মাদরাসা ঢাকা, ২৪৫, সেনপাড়া পর্বতা।

বাইতুল মামুর হাফেজিয়া ও এতিমখানা, ২৬৫, পূর্ব কাজীপাড়া।

উত্তর কাফরুল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, ৫৬৬, উত্তর কাফরুল।

 

মহিলা মাদরাসা

হযরত হালিমা সাদিয়া (রাঃ) মহিলা মাদরাসা, বাইশটেকি।

হযরত উম্মে সালমা (রাঃ) মহিলা মাদরাসা, ১১৮৬ নং পূর্ব শেওড়াপাড়া।

তালীমুদ্দীন মহিলা মাদরাসা, সিবি-১৩, কচুক্ষেত পুরাতন বাজার।

হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) আন্না বিবি মহিলা মাদরাসা, ৫৯৫/ই,  উত্তর কাফরুল।

রাহাত হুসাইন তাহফিজুল কুরআন মাদরাসা, বাইশটেকী, মিরপুর-১৩।

আল আমীন হাফিজিয়া মাদরাসা, ১১২৯, দক্ষিণ পূর্ব ইব্রাহীমপুর।

মাদরাসায়ে তাদরীসুল কুরআন, ৭৫২/বি, উত্তর কাফরুল।

আল মানার আদর্শ মহিলা মাদরাসা, ৬৯৪/৪, কামালখান, ইব্রাহীমপুর।

ইক্বরা তানজীহুল উম্মাহ মহিলা মাদরাসা, ৬৭৮/৮, এ উত্তর কাফরুল।

আল জামিয়াতুল আরাবিয়া নিদাউল কুরআন লিল বানাত, ৪০/২ পশ্চিম ভাষানটেক।

রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসা ও এতিমখানা, সি বি ২০৩/১, পুরান কচুক্ষেত।

 

 

 

রূপনগর থানায় অবস্থিত কওমী মাদরাসাসমূহ

রূপনগর থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ রূপনগর আবাসিক এলাকা, আরিফাবাদ, শিয়ালবাড়ী ও দুয়ারীপাড়া।

ছেলে মাদরাসা

জামিয়া আশরাফিয়া, রুপনগর আ/এ, রোড-২৭, বাড়ী-৪৭।

জামিয়া দ্বীনিয়া আশরাফিয়া মাদরাসা ও এতিমখানা, এফ-৮, আরিফাবাদ (রুপনগর মেইন রোড)।

জামিয়া হোসাইনিয়া দারুল উলূম, ১৭/৮ রুপনগর আ/এ।

আল মদীনা ইসলামিয়া মাদরাসা ও একাডেমী, ৬৮, রুপালী হাউজিং।

জামিয়া নূরিয়া কাসেমুল উলূম, প্লট-৩, প্রধান সড়ক, রূপনগর আ/এ।

দারুল উলূম মুহিউস সুন্নাহ নিজামিয়া মাদরাসা ও এতিমখানা, বাড়ী-১৫, রোড-এন/টু, ব্লক-এইচ, রূপনগর।

আলহাজ্ব সৈয়দ সদর আলী নূরানী হাফেজিয়া মাদরাসা ও মসিজিদ, রোড-৭, প্লট-১০, রূপনগর আ/এ।

মাদরাসায়ে মদীনাতুল উলূম ও এতিমখানা, দুয়ারীপাড়া।

 

মহিলা মাদরাসা

গুলেজান্নাত আরিফাবাদ মহিলা মাদরাসা, ই/১০, আরিফাবাদ হাউজিং।

 

মিরপুর সম্পর্কে জরুরী একটা কথা

মিরপুর এলাকার কয়েকটি থানা নতুনভাবে তৈরি হয়েছে। মিরপুরের কিছু এলাকা এমনও রয়েছে যেগুলো একাধিক থানার মাঝে অবস্থিত। এরকম বেশ কিছু কারণে মিরপুর এলাকার মাদরাসার তালিকা তৈরিতে ভুল হতে পারে। ভুলটা এমন হতে পারে যে, কোন একটা মাদরাসাকে যে থানার অন্তর্ভুক্ত দেখানো হয়েছে, বাস্তবে মাদরাসাটি সেই থানায় নয় বরং তার পার্শ্ববর্তী থানায় অবস্থিত। এরকম কিছু মাদরাসা, যেগুলো কোন থানায় অবস্থিত নিশ্চিত হওয়া যায়নি, * চিহ্ন দ্বারা চিহ্নিত করে দেওয়া হয়েছে।

 

এক মিনিট!

আপনি কি এই লেখাটির দ্বারা উপকৃত হয়েছেন?

হলে আমার এই ওয়েবসাইটের জন্য তৈরি করা পেজটি ফলো করতে ভুলবেন না।

Shorhe Wafi By Saifullah Tamim

মাদরাসা বা ধর্মীয় শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শের জন্যও পেজে মেসেজ দিতে পারেন রিয়েল আইডি দিয়ে। 

ধন্যবাদ। 

Facebook Comments

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *