ঢাকা মহানগরীর আদি অঞ্চলটিকে পুরান ঢাকা বলা হয়। পুরান ঢাকা হিসেবে পরিচিত এলাকাটিতে মোট আটটি থানা রয়েছে। সেগুলো হলঃ হাজারীবাগ, লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালী, সূত্রাপুর, ওয়ারী এবং গেন্ডারিয়া। পুরান ঢাকার এই আটটি থানায় অবস্থিত সকল কওমী মাদরাসার তালিকা রয়েছে এই লেখাটিতে।
গেন্ডারিয়া থানায় অবস্থিত কওমী মাদরাসা
গেণ্ডারিয়া থানার উল্লেখযোগ্য এলাকাসমূহঃ গেণ্ডারিয়া, ধুপখোলা, দয়াগঞ্জ, ঢালকানগর এবং ফরিদাবাদ (আংশিক)।
ছেলে মাদরাসা
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম, ফরিদাবাদ।
মাদরাসা বাইতুল উলূম, ঢালকানগর।
জামিয়া হাকিমুল উম্মত, ৪৪/৬ বৈশাখী হাউজিং, ঢালকানগর।
মাদরাসা জামালুল কুরআন, ৭৭ নং সতীশ সরকার রোড।
আল আমীন দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা, ২৮/এ-৮, হুসাইন বাগ।
মাদরাসা দারুল উলূম আল এমদাদিয়া, ৪৬/এ সতিশ সরকার রোড (বাঘাবাড়ি মসজিদ সংলগ্ন)।
দারুল হিকমাহ, ২৯/৪ সতীশ সরকার রোড, (বাঘাবাড়ী)।
এম শফিউল্লাহ হাফিজিয়া ইসলামিয়া মাদরাসা, ২৯/এ, রজনী চৌধুরী রোড।
মাদরাসা রওযাতুল উলূম, ৮৩/১, ঢালকানগর।
মহিলা মাদরাসা
মাদরাসা আয়েশা সিদ্দীকা (রাঃ), ৮৩ ঢালকানগর।
হাজারীবাগ থানায় অবস্থিত কওমী মাদরাসা
হাজারীবাগ থানার উল্লেখযোগ্য এলাকাসমূহঃ হাজারীবাগ, ঝাউচর, কালুনগর, ভাগলপুর, রায়ের বাজার, ট্যানারী মোড় এবং গজমহল।
ছেলে মাদরাসা
জামেয়া আনওয়ারুল উলূম, ১৫২/২, বটতলা।
আল জামিয়া মদীনাতুল উলূম ও এতিমখানা, মদীনানগর, রায়েরবাজার
জামিয়া ইলইয়াসিয়া, ৪৭/৩ ডি সনাতনগড়।
মাদরাসা-ই রওজাতুল উলূম, ১১৯/৫ গজমহল।
জামিয়া আরাবিয়া খলিলিয়া সাবিলুর রশিদ, ৫১, নিলাম্বর সাহা রোড।
মাদরাসাতুস সাহাবা (রাঃ), ১/১৪/এ, টালী অফিস রোড।
জামিয়া ইসলামিয়া দারুল ক্বরার, ৩/১১, হাশেমখান রোড।
মাদরাসাতুল বালাগ ঢাকা, ৪৩২ ঝাউচর বাজার।
নূরুল কুরআন মাদরাসা, ৬৪ নং ঝাউচর।
জামিয়া আরশাদিয়া হাজারীবাগ ঢাকা, ২নং কালুনগর-২ (বড় মসজিদ)।
আল জামিয়া আজিজিয়া দারুল উলুম মাদরাসা, সোনা টেংগর।
শিকারীটোলা জমশের আলী জামে মসজিদ ও মাদরাসা, বৌ বাজার।
ক্বিরাআতুল কুরআন মাদরাসা, ২০/১এফ, শেরেবাংলা রোড, ট্যানারীমোড়।
আল জামিয়া আজিজিয়া দারুল উলূম মাদরাসা, দক্ষিণ সোনা টেংগর।
মাদরাসাতুল মদীনা, আহমদ ভিলা, মডেল টাউন।
যাত্রাবাড়ী ও ডেমরা থানার সকল কওমী মাদরাসা। (ঢাকা জেলা, পর্ব-১)
শ্যামপুর, কদমতলী ও কামরাঙ্গীরচর থানার সকল কওমী মাদরাসা। (ঢাকা জেলা, পর্ব-২)
মহিলা মাদরাসা
নূরে হেরা মহিলা মাদরাসা, ৪৮/২-এ, ভাগলপুর লেন, কোম্পানিঘাট।
মাদরাসাতুস সাহাবাহ (রাঃ) বালিকা শাখা, ১/১৩/খ, রোড-৫, টালি অফিস রোড।
সাহাবিয়্যাত (রাঃ) মহিলা মাদরাসা, টালিঅফিস রোড।
লালবাগ থানায় অবস্থিত কওমী মাদরাসা
লালবাগ থানার উল্লেখযোগ্য এলাকাসমূহঃ লালবাগ, আজিমপুর, নবাবগঞ্জ, আমলীগোলা এবং পলাশী।
ছেলে মাদরাসা
জামিয়া কুরআনিয়া আরাবিয়া, রিয়াজুদ্দীন রোড।
মাদরাসা ফয়জুল উলূম, আজিমপুর
শরীফুল উলূম আরাবিয়া, ৫৬/২, সুবল দাস রোড, আমলীগোলা।
আদর্শ ইসলামিয়া মাদরাসা, ৭০/১এ ডুরি আঙ্গুল লেন, নবাবগঞ্জ।
হযরত হোসাইন (রাঃ) ইসলামিয়া মাদরাসা, ১৭২, আমলীগোলা।
মহিলা মাদরাসা
আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদরাসা, ৮৭-৮৮ জে এন শাহা রোড আমলিগোলা।
চকবাজার থানায় অবস্থিত কওমী মাদরাসা
চকবাজার থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ চকবাজার, ইসলামবাগ, বড় কাটরা এবং বকশী বাজার।
ছেলে মাদরাসা
জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলূম, বড় কাটারা
জামিয়া ইসলামিয়া ইসলামবাগ।
দারুল কুরআন মাদরাসা, ১৬/২, জয়নাগ রোড।
আগা নবাব দেউড়ী ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা।
মাদরাসাতুল কোরআনি ওয়াস সুন্নাহ, ৫৮/১১-এ, ইসলামবাগ (চুনাগল্লি)।
জামিয়া তাজবিদুল কুরআন, চকবাজার শাহী জামে মসজিদ।
মহিলা মাদরাসা
কামরুন্নিসা ফায়জিয়া মহিলা মাদরাসা, ১৬নং খাজে দেওয়ান, প্রথম লেন।
হালিমা সাদিয়া (রাঃ) মহিলা মাদরাসা, ৩৩/১, ইসলামবাগ।
উম্মে হানী (রাঃ) মহিলা মাদরাসা, ৮৭/এ, পশ্চিম ইসলামবাগ।
বংশাল থানায় অবস্থিত কওমী মাদরাসা
বংশাল থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ বংশাল, নীমতলী, সিদ্দীক বাজার এবং আরমানিটোলা।
ছেলে মাদরাসা
আল জামিয়া মাযাহিরুল উলূম মানওয়ার খাঁ, ১নং সিদ্দীক বাজার।
আল জামেয়া মদীনাতুল উলূম, ১৭৯ বংশাল।
বাইতুল ইজ্জত জামে মসজিদ ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা, ১০২ মাজেদ সরকার রোড।
ডঃ সৈয়দ মুজাফফর উদ্দীন ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা, ৩৪, ৩৫ কায়েৎটুলি।
জামিয়া মাদানিয়া নবাবকাটারা, ৫নং নবাবকাটারা নীমতলী।
মাদরাসা মসিহুল উলুম আরমানিটোলা, ৮/জি, আরমানিটোলা।
মৌলভী আব্দুল ওয়াহেদ হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসা, ১৬, আবুল হাসানাত রোড।
মাদরাসা এ ছাউতুল কুরআন, ১১৯/এ আগা সাদেক রোড।
মাদরাসা আরাবিয়া মিফতাহুল উলূম, ৯২, লুৎফুর রহমান লেন, সুবেদারঘাট জামে মসজিদ।
আজগরী বেগম দারুল উলূম মাদরাসা, ৬/১, চাঁনখারপুল লেন।
দারুত তালীম মাদরাসা, ১নং সিক্কাটুলী লেন, নাজির বাজার চৌরাস্তা।
মহিলা মাদরাসা
রওযাতুল উলুম মহিলা মাদরাসা, ১৮/৪, আরমানিয়ান স্ট্রীট, আরমানিটোলা।
ঢাকা সদর (কোতোয়ালী) থানায় অবস্থিত কওমী মাদরাসা
কোতোয়ালী থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ সদরঘাট, নবাবপুর, বাবু বাজার এবং তাঁতিবাজার।
ছেলে মাদরাসা
জামিয়া ইসলামিয়া আরাবিয়া, ৩ কোতয়ালী রোড, তাঁতিবাজার।
বাইতুন নাজাত হাফিজিয়া মাদরাসা, ১৯০, ওয়াইজঘাট, সদরঘাট, ঢাকা কোতোয়ালী।
মহিলা মাদরাসা
মাদরাসা তাহযীবুল ইসলাম, ৩১ জনসন রোড, কোতোয়ালি।
সূত্রাপুর এবং ওয়ারী থানার সকল কওমী মাদরাসা
সূত্রাপুর এবং ওয়ারী থানার উল্লেখযোগ্য এলাকাসমূহঃ কাপ্তানবাজার, ঠাঁঠারী বাজার, রাজধানী মার্কেট, ওয়ারী এবং গোপীবাগ।
( সূত্রাপুর থানার কিছু অংশ নিয়ে নতুনভাবে ওয়ারী থানা গঠন করা হলেও অনেকে ওয়ারী থানার সাথে পরিচিত নন। তাই সূত্রাপুর এবং ওয়ারী থানা দু’টিকে একত্রে উল্লেখ করা হল। )
ছেলে মাদরাসা
মাদরাসা নুরুল কোরআন, ভিক্টোরিয়া পার্ক।
মদীনাতুল উলূম হাফিজিয়া মাদরাসা, ২১, জারিয়াটুলি লেন, নবাবপুর রোড।
মাদরাসা আখতারুল উলূম, ৪০ শারাফতগঞ্জ লেন।
উম্মুল কুরা মাদরাসা, ৮৯/১১২, আর কে মিশন রোড, গোপীবাগ।
তালীমুল কুরআন মাদরাসা, ২/এ, নাসির উদ্দীন সরদার লেন, রায়সাহেব বাজার।
তালীমুল কুরআন হাফিজিয়া মাদরাসা, শিংটোলা।
দারুল উলূম মুহিউস সুন্নাহ মাদরাসা, ৯৫, হাজী আব্দুল মজিদ লেন।
মাদরাসাতুত তাকওয়া, ২৬, হাটখোলা রোড, টিকাটুলি।
দারুল আবরার মাদরাসা, ২৪, বনগ্রাম।
জামিয়া হুসাইনিয়া হামিউস সুন্নাহ, ৪৩/৯ ক-খ, স্বামীবাগ।
দারুল উলূম খাদিমুল ইসলাম হাফেজিয়া মাদরাসা, ৩১/১, কাপ্তান বাজার।
তাহফিযুল কুরআন মাদরাসা, ৮৯/৩/১, আর কে মিশন রোড।
মহিলা মাদরাসা
মারকাযুল ইলমী মহিলা মাদরাসা, ২৪, র্যাংকিন স্ট্রীট।
উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা, ২৮/বি, অভয়দাস লেন, টিকাটুলি।
এক মিনিট!
আপনি কি এই লেখাটির দ্বারা উপকৃত হয়েছেন?
হলে আমার এই ওয়েবসাইটের জন্য তৈরি করা পেজটি ফলো করতে ভুলবেন না।
Shorhe Wafi By Saifullah Tamim
মাদরাসা বা ধর্মীয় শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শের জন্যও পেজে মেসেজ দিতে পারেন রিয়েল আইডি দিয়ে।
ধন্যবাদ।
Facebook Comments