ঢাকা জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত দুইটি উপজেলা দোহার ও নবাবগঞ্জ। এই লেখাটিতে এই দুই উপজেলার সকল কওমী মাদরাসার তালিকা তুলে ধরা হয়েছে।
দোহার উপজেলায় অবস্থিত সকল কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
আল জামিয়াতুল ইসলামিয়া ফজলে খোদা, মালিকান্দা।
শিলাকৌঠা এমদাদুল উলূম মাদরাসা, শিলাকৌঠা।
জামিয়া ইমদাদিয়া ইসলামাবাদ মাদরাসা, মালিকান্দা।
মদীনাতুল উলূম ক্বাওমীয়া মাদরাসা, পশ্চিম দোয়াইর।
শামসুল উলুম মাদরাসা, ডাইয়ারকুম, ডাইয়া গজারিয়া।
আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) মাদরাসা, পশ্চিম মৌড়া।
দারুল উলূম কওমীয়া মাদরাসা ও এতিমখানা, নারিশা পশ্চিমচর।
মাহমুদপুর আশরাফুল উলূম মাদরাসা ও এতিমখানা, দঃ চর কুশাই।
মহিলা মাদরাসা
আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদরাসা, দেবীনগর।
আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলূম লিল বানাত, মেঘুলা।
দারুল উলূম মহিলা মাদরাসা, মধুরখোলা, মুকসুদপুর।
খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা, দুবলী।
নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত সকল কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
গালীমপুর জামিয়া মদীনাতুল উলূম মাদরাসা ও এতিমখানা, সুয্যখালী।
আল জামিয়াতুল মাহমুদিয়া, মাহমুদপুর (টিকরপুর)।
শাহ ক্বারী মুহাঃ ইসমাইল হাফিজিয়া কওমী মাদরাসা, সোনাহাজরা।
কামারখোলা ইসলামিয়া মাদরাসা, কামার খোলা।
শোল্লা মুহিউস সুন্নাহ মাদরাসা, শোল্লা।
সৈয়দপুর এমদাদুল উলূম মাদরাসা, সৈয়দপুরো।
নয়াকান্দা দাড়িকান্দা আব্দুল আজিজ হাফিজিয়া মাদরাসা, নয়াকান্দা।
সোনাতলা হাফিজিয়া কওমী মাদরাসা, সোনাতলা।
পাড়াগ্রাম লতিফিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা, পাড়াগ্রাম।
আশরাফুল উলূম মাদরাসা, জৈনতপুর।
ছত্রপুর হাজী আকমত মোল্লা জামিয়া ইসলামিয়া, ছত্রপুর।
মহিলা মাদরাসা
মুন্সীনগর মদিনাতুল উলূম মহিলা মাদরাসা, মুন্সিনগর।
এক মিনিট!
আপনি কি এই লেখাটির দ্বারা উপকৃত হয়েছেন?
হলে আমার এই ওয়েবসাইটের জন্য তৈরি করা পেজটি ফলো করতে ভুলবেন না।
Shorhe Wafi By Saifullah Tamim
মাদরাসা বা ধর্মীয় শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শের জন্যও পেজে মেসেজ দিতে পারেন রিয়েল আইডি দিয়ে।
Facebook Comments