রাজধানী ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান ও বনানী থানা। ২০১২ সালে গুলশান থানার কিছু অংশ নিয়ে গঠিত হয় বনানী থানা। গুলশান থানার পূর্বে অবস্থিত বাড্ডা থানা। এই লেখাটিতে গুলশান, বনানী, বাড্ডা ও শেরেবাংলা নগর থানায় অবস্থিত সকল কওমী মাদরাসার তালিকা তুলে ধরা হয়েছে। উল্লেখ্য যে, ২০০৯ সালে তেজগাঁও, কাফরুল ও মোহাম্মদপুর, এই তিন থানার অংশ নিয়ে শেরেবাংলা নগর থানা গঠন করা হয়।
![গুলশান, বাড্ডা কওমি মাদরাসা](https://www.qawmimadrasah.com/wp-content/uploads/2019/05/গুলশান.jpg)
গুলশান ও বনানী থানায় অবস্থিত কওমী মাদরাসাসমূহ
গুলশান ও বনানী থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ গুলশান, বনানী, বারিধারা, নিকেতন, কড়াইল, শাহাজাদপুর, কালাচাঁদপুর, মহাখালী ও কাকলী।
ছেলে মাদরাসা
মহাখালী টি,এন্ড,টি কলোনি মাদরাসা।
জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া, কড়াইল টি,এন্ড,টি কলোনি।
জামিয়া ইসলামিয়া ইবরাহীমিয়া, মহাখালী রেলগেইট।
দারুল হিদায়া একাডেমী, রোড-২, বাড়ী-১২, গুলশান।
দারুল কুরআন মাদরাসা, নিকেতন।
হাজী সূর্যত আলী (রহঃ), দারুস সুফফা মাদরাসা, পূর্ব নুরেরচোলা বোটঘাট।
মদীনাতুল উলূম নূরীয়া মাদরাসা, ব্লক-চ, মহাখালী।
জামিয়া কাসেমিয়া আশরাফিয়া উলূম, ৩৮/১, কালাচাঁদপুর।
দারুল উলূম হামিদিয়া মাদরাসা, ১১১/৩ক, মহাখালী দক্ষিণ পাড়া।
আজিজিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, প্লট-৫/৭, রোড-৪, চেয়ারম্যানবাড়ী।
মহিলা মাদরাসা
নূরুল কুরআন বালিকা মাদরাসা, গ-২০/৮, মহাখালী।
আল মাদরাসাতুল আরাবিয়া লিল বানাত মাস্তুরাত মাদরাসা, গ-৬৩, মহাখালী স্কুল রোড।
বাড্ডা থানায় অবস্থিত কওমী মাদরাসাসমূহ
বাড্ডা থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ বাড্ডা, বারিধারা (আংশিক), বেরাইদ, আফতাবনগর ও সাতারকুল।
ছেলে মাদরাসা
জামিয়া মাদানিয়া বারিধারা, প্লট ১/এ, রোড নং-১, বারিধারা।
জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলূম মাদরাসা, মধ্যবাড্ডা (বরকতপুর)।
জামিয়া দারুল উলূম নূরীয়া মাদরাসা ও এতিমখানা, মধ্যবাড্ডা।
জামিয়া দারুল কুরআন আল ইসলামিয়া, মধ্য বাড্ডা, (মোল্লাপাড়া)।
দারুল কুরআন মাদরাসা, আনন্দনগর।
সেকান্দারবাগ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা, সেকান্দারবাগ।
আলিম উদ্দীন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, বারিধারা, ব্লক-জে।
দারুল উলূম হাছানিয়া মাদরাসা ও এতিমখানা, ১৯৬৬, রূপনগর।
বাইতুন নূর মাদরাসা ও এতিমখানা, দক্ষিণ আনন্দ নগর।
তাওহীদুল উলূম মাদরাসা, ডি.আই.টি প্রজেক্ট, দক্ষিণ বারিধারা, আ/এ, রদ-৯, প্লট-৯।
মাদরাসা মারকাযুল মুমিনীন, ম-৮২/৩, পশ্চিম মেরুল।
শহীদবাগ বাইতুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানা, ট-৭২/১-এ, মধ্য বাড্ডা।
মাদরাসা মারকাযুল হক, ৬১৯, মধ্য বাড্ডা, বাজার রোড।
হাজী নোয়াব আলী দারুল উলূম হাফেজিয়া মাদরাসা, ৮৫৭, পূর্ব বাড্ডা।
মারকাযুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসা, বেপারীপাড়া।
মাদরাসা দারুল ফুনুন, সোনা কাটারা, পূর্ব বাড্ডা।
মহিলা মাদরাসা
দারুস সুন্নাহ মহিলা মাদরাসা, প-২/১, দক্ষিণ বাড্ডা।
মাদরাসাতুল মদীনা, পূর্ব মেরুল, হাজী বাড়ী।
নুসাইবা (রাঃ) বালিকা মাদরাসা, (দক্ষিণ বারিধারা), মেরুল বাড্ডা, রোড-৭, বাড়ী-৩২, ডিআইটি প্রজেক্ট।
ফাতেমা (রাঃ) আদর্শ মহিলা মাদরাসা, ৯৭৫, পূর্ব বাড্ডা (পোস্ট অফিস রোড)।
আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদরাসা, ২৯৯, পূর্ব বাড্ডা, কবরস্থান রোড।
কাসিমুল উলূম মহিলা মাদরাসা, ১৯২/১৭, মিশ্রি টোলা, থানা রোড।
শেরেবাংলা নগর থানার সকল কওমী মাদরাসা
শেরেবাংলা নগর থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ শেরেবাংলা নগর, সংসদ ও গণভবন এলাকা, চন্দ্রিমা উদ্যান ও আগারগাঁও।
ছেলে মাদরাসা
জামিয়া তায়্যিবা নূরে মদীনা, ১৯২/১/এ পশ্চিম কাফরুল।
মাদরাসাতুল কাউসার আল ইসলামিয়া, ৩৮/ক, শ্যামলীবাগ।
মোমতাজ ম্যানশন মসজিদ কমপ্লেক্স হাফিজিয়া মাদরাসা, ২২৪ পশ্চিম আগারগাও (উত্তর শ্যামলী)।
(এই থানায় অবস্থিত কোন মহিলা মাদরাসা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। )
ছবি কৃতজ্ঞতাঃ Ikhlas Al Fahim (Eye’s Window)
এক মিনিট!
আপনি কি এই লেখাটির দ্বারা উপকৃত হয়েছেন?
হলে আমার এই ওয়েবসাইটের জন্য তৈরি করা পেজটি ফলো করতে ভুলবেন না।
Shorhe Wafi By Saifullah Tamim
মাদরাসা বা ধর্মীয় শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শের জন্যও পেজে মেসেজ দিতে পারেন রিয়েল আইডি দিয়ে।
ধন্যবাদ।
Facebook Comments