খিলক্ষেত, ক্যান্টনমেন্ট ও ভাটারা থানার সকল কওমী মাদরাসা (ঢাকা জেলা, পর্ব-৮)

ভাটারা মাদরাসা

বাড্ডা থানার অংশ বিশেষ নিয়ে গঠিত দুইটি থানা হল খিলক্ষেত এবং ভাটারা। বাড্ডা থানার পশ্চিমে অবস্থিত ঢাকা ক্যান্টনমেন্ট থানা। এই তিনটি থানায় অবস্থিত সকল কওমী মাদরাসার তালিকা রয়েছে এই লেখাটিতে।

 

কওমি মাদ্রাসা

 

খিলক্ষেত থানায় অবস্থিত কওমী মাদরাসাসমূহ

খিলক্ষেত থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ খিলক্ষেত, নিকুঞ্জ, ডুমনি, নামাপাড়া ও বরুয়া।

ছেলে মাদরাসা

জামিয়া কাসেমিয়া শামসুল উলূম, কাওলার।

জামিয়া ইসলামিয়া আরাবিয়া, খিলক্ষেত বাজার।

শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, কুড়াতলী।

আল মাদরাসাতুল ইমদাদিয়া আজিজুল উলূম, জোয়ার সাহারা।

আল মাদরাসাতুন নূরীয়া ও এতিমখানা, টানপাড়া।

আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর ইসলামিয়া হাফিজিয়া, নামাপাড়া, নামাপাড়া লোকসিটি।

তাহফিজুল কোরআন মাদরাসা, জগন্নাথপুর বসুন্ধুরা রোড।

কাসিমুল উলূম মাদরাসা, বোটঘাট নামাপাড়া।

 

 

 

মহিলা মাদরাসা

মাহাদু তালীমিল বানাত, ৮৬/১, আল হেরা টাওয়ার, খিলক্ষেত।

মাদানী মহিলা মাদরাসা, ১৫৩/৪এ, বটতলা।

 

 

ক্যান্টনমেন্ট থানায় অবস্থিত কওমী মাদরাসাসমূহ

ক্যান্টনমেন্ট থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ ঢাকা ক্যান্টনমেন্ট, কচুক্ষেত ও মাটিকাটা।

ছেলে মাদরাসা

ভাষানটেক জামিয়া মুহাম্মদিয়া, ভাষানটেক বাজার।

জামিয়া আব্দুল জাব্বার দারুল উলূম, মানিকদী বাজার।

কেরামত আলী ইসলামিয়া মাদরাসা, ২০, পশ্চিম মাটিকাটা।

রশীদিয়া মাদরাসা, ১৩৪/৩, মাটিকাটা।

মানিকদী হাক্কানী নূরানী ও হাফিজিয়া মাদরাসা, মানিকদী।

 

মহিলা মাদরাসা

(এই থানার কোন কওমী মহিলা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)

 

 

ভাটারা থানায় অবস্থিত কওমী মাদরাসাসমূহ

ভাটারা থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ ভাটারা, ছোলমাইদ, নুরের চালা ও বসুন্ধরা আবাসিক এলাকা।

ছেলে মাদরাসা

জামিয়া সাঈদিয়া কারিমিয়া, বাড়ী-১৯, রোড-১১, ব্লক-এ, সাঈদনগর।

জামিয়া ইমাম আবু হানীফা রহঃ (নুরেরচালা ইসলামিকব রিসার্চ সেন্টার)।

দারুল উলূম ফারুকিয়া, ব্লক-বি, সাঈদনগর।

তারতিলুল কোরআন মাদরাসা, খিলবাড়ীর টেক পশ্চিম পাড়া, ১০৯১।

মারকাযুল কুরআন ঢাকা, ১২০৬, খন্দকার আমীন উদ্দিন ভবন, মাদানী এভিনিউ।

কাজিম দর্জি তাহফিজুল কোরআন মাদরাসা ও এতিমখানা, ৭২০, নয়ানগর, রোড-২০, ব্লক-জে, বারিধারা।

মিনহাজুল উলূম আল ইসলামিয়া মাদরাসা, ব্লক-ই, বোটঘাট, নূরের চালা।

ছোলমাইদ ইমদাদুল উলূম মাদরাসা ও এতিমখানা, ছোলইমাদ।

 

মহিলা মাদরাসা

উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা, ৪১৭ নং কোকাকোলা, ঢালীবাড়ি।

জামিয়া তাহেরা খাতুন মহিলা মাদরাসা, ১৪০৩ ছোলমাইদ।

দারুল কাসেম ইসলামিয়া মহিলা মাদরাসা, ক২৮/সি জগন্নাথপুর, শহীদ হারেজ সড়ক।

মারকাযুল ইসলাম মহিলা মাদরাসা, ছোলমাইদ।

সাঈদিয়া উম্মে হানি (রাঃ) মহিলা মাদরাসা, সাঈদ নগর।

 

 

 

এক মিনিট!

আপনি কি এই লেখাটির দ্বারা উপকৃত হয়েছেন?

হলে আমার এই ওয়েবসাইটের জন্য তৈরি করা পেজটি ফলো করতে ভুলবেন না।

Shorhe Wafi By Saifullah Tamim

মাদরাসা বা ধর্মীয় শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শের জন্যও পেজে মেসেজ দিতে পারেন রিয়েল আইডি দিয়ে। 

ধন্যবাদ। 

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *