আমি যদি আপনার কাছে ৫০০ টাকা চাই, দিবেন?
নাহ, আমার জন্য চাচ্ছি না। আমার কাছেও দিতে বলছি না।
টাকাটা আপনার কাছেই থাকবে। আপনাকে বলব যে, টাকাটা সেই নির্দিষ্ট খাতে খরচ করতে।
খাতটা কী?
কয়েকটা বই কিনতে বলব আপনাকে।
সেই বইগুলো হচ্ছে।
১. ইসলামকে জানতে হলে।
২. আক্বীদা সিরিজ।
৩. সিরাত সিরিজ।
সবগুলোই আবু তাহের মিসবাহ সাহেব হুজুরের লিখা।
কিতাবগুলোর দাম পড়বে ৫০০ টাকা।
এই ঈমান এবং সিরাত সিরিজ নিজের ১২ বছরের নিচে থাকা ভাই -বোন এবং ছেলে-মেয়েদের পড়তে দিবেন।
যখন পড়া শেষ হবে প্রতিবেশিদের বইটি পড়তে দিবেন।
এভাবে বইগুলো যত জনকে সম্ভব পড়াবেন।
যদি কাজটি করেন তাহলে আপনার যেমন সদকায়ে জারিয়ার সওয়াব হবে, তেমনি যাদের কিতাবটি পড়তে দিবেন তাদেরও অনেক উপকার হবে ইনশাআল্লাহ্।
আপনজনদের জন্য কত কিছুই তো কিনেন। এই ৫০০ টাকা কি তাদের ঈমান-আমল হেফাজতের জন্য খরচ করতে পারবেন না?
কি দিবেন ভাই আমাকে ৫০০ টাকা?
Facebook Comments