শ্যামপুর, কদমতলী ও কামরাঙ্গীরচর থানার সকল কওমী মাদরাসা। (ঢাকা জেলা, পর্ব-২)

কদমতলি মাদরাসা

যাত্রাবাড়ী ও বুড়িগঙ্গা নদীর মাঝে অবস্থিত শ্যামপুর ও কদমতলী থানা। মীর হাজিরবাগ দিয়ে চলে যাওয়া রেললাইনটির পূর্বে শ্যামপুর থানার অবস্থান। ১৯৯৮ সালে সূত্রাপুর এবং ডেমরা থানার কিছু অংশ নিয়ে গঠন করা হয় এই থানাটি। শ্যামপুর থানার পূর্ব দিকে অবস্থিত কদমতলী থানা। শ্যামপুর এবং ডেমরা থানার কিছু অংশ নিয়ে ২০০৮ সালে গঠিত হয় এই থানাটি। অপরিদিকে শ্যামপুর থেকে কিছুটা দূরে বুড়িগঙ্গা নদী দ্বারা বেষ্টিত থানা কামরাঙ্গীরচর। এই থানাটি উলামায়ে কেরামের নিকট হাফেজ্জি হুজুর (রহঃ)-  এর এলাকা হিসেবে প্রসিদ্ধ।

শ্যামপুর, কদমতলী এবং কামরাঙ্গীরচর এই তিন থানার সকল কওমী মাদরাসার তালিকা তুলে ধরা হয়েছে এই লেখাটিতে।

কওমি মাদ্রাসা

শ্যামপুর থানায় অবস্থিত কওমী মাদরাসা

শ্যামপুর থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ শ্যামপুর, আলমবাগ, ধোলাইপাড়, পোস্তগোলা, মুরাদপুর (আংশিক), জুরাইন (আংশিক), ঢালকানগর এবং ফরিদাবাদ (আংশিক)।

 

ছেলে মাদরাসা

জামিয়া ইসলামিয়া ফজলুল উলূম, ৯২/১ মুরাদপুর হাইস্কুল রোড।

মাদরাসা ওমর ইবনুল খাত্তাব (রাঃ), এ/৪৭ আরসিম গেইট।

জামিয়া এছহাকিয়া এরাবিয়া, জুরাইন বালুর মাঠ।

দারুল উলূম বাগে জান্নাত মাদরাসা, রাজাবাড়ী, পোস্তগোলা।

মারকাযুল বুহুস আল এলমিয়া, ফরিদাবাদ।

মাদরাসা দারুল মা’আরিফ, ৫৬/১, করিম উল্লার বাগ।

আশরাফিয়া আরাবিয়া মাদরাসা, জুরাইন।

দারুল ইনসান ইন্টারন্যাশনাল মাদরাসা, বি-১,২, আরসিম গেইট।

জামিয়াতুল আবরার, ২০৩, পূর্ব ধোলাইপাড়।

দারুর রহমান মাদরাসা, ১৫০/২, পশ্চিম ধোলাইরপাড়।

কাশিফুল উলূম মাদরাসা, ৪৫/১ক/১, ঢালকানগর।

মাদরাসা আবু হুরায়রা (রাঃ), ৪৫/৩/এ/১, সততা হাউজিং, ঢালকানগর লেন।

 

 

 

মহিলা মাদরাসা

খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা, ১৬০, পশ্চিম ধোলাইপাড়, সাবান ফ্যাক্টরির গলি।

 

যাত্রাবাড়ী ও ডেমরা থানার সকল কওমী মাদরাসা। (ঢাকা জেলা, পর্ব-১)

 

কদমতলী থানায় অবস্থিত কওমী মাদরাসা

কদমতলী থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ আলমবাগ,  মেরাজনগর, ন্যামা শ্যামপুর, শনির আখড়া, রায়েরবাগ, তুষারধারা এবং গিরিধারা।

 

ছেলে মাদরাসা

জামিয়া আশরাফিয়া, শান্তিধারা আ/এ, সাইনবোর্ড।

জামিয়া ইসলামিয়া ইবরাহীমিয়া দারুল উলূম, মেরাজনগর।

জামিয়া আরাবিয়া হাজী ইউনুস মাদরাসা, ১৮৭ মুরাদপুর হাইস্কুল রোড (পোকার বাজার)।

মজিদিয়া দারুল উলূম মাদরাসা, পূর্ব কদমতলী।

মাদরাসা আবু হুরায়রা (রাঃ), মুহাম্মদবাগ।

মাযাহিরুল উলূম আল ইসলামিয়া মাদরাসা, মেরাজনগর, ব্লক-বি।

মাদরাসাতু কোহিনুর আল বাক্কা আল ইসলামিয়া, বাড়ী-১০৬৪, ব্লক-এ, মেরাজনগর।

দারুল উলূম বাংলাদেশ, পূর্ব জুরাইন।

মারকাযুল হিদায়া, রায়েয়বাগ মুজাহিদনগর।

ফরিদুল উলূম ইসলামিয়া কওমী মাদরাসা, ১০৩৮, পূর্ব জুরাইন।

জামিয়া সিরাজিয়া দারুল ইসলাহ ঢাকা, ২৫০/২, হাজী লাল মিয়া রোড, মুরাদপুর।

বাইতুল হেরা রাজউক জামে মসজিদ ও মাদরাসা, বড়ইতলা।

জামিয়া মুফিজুল ইসলাম, মাতুয়াইল মেডিকেল রোড, শামীমবাগ।

মাদরাসা ইমাম বুখারী (রহঃ), ন্যামা শ্যামপুর।

হাজী মুজিবুর রহমান দারুল উলূম কওমী মাদরাসা, ৬৬৮ উত্তর মুরাদপুর।

দারুল উলূম আল কুরআনিয়া মাদরাসা, পাটেরবাগ (মসজিদে বেলাল)।

ইসলামাবাদ হাফেজিয়া ও এবতেদায়ী মাদরাসা, ৫২৭ পূর্ব জুরাইন।

ইহসানুল হক কওমী মাদরাসা, ১৫৭৮, পাটেরবাগ, দক্ষিণ দনিয়া।

মুজাহিদনগর তালীমুল কোরআন মাদরাসা ও এতিমখানা, মুজাহিদনগর।

বাইতুস সালাম মাদরাসা, পূর্ব জুরাইন।

জামিয়া মোহাম্মদিয়া, ১৭০, পূর্ব ধোলাইপাড়।

মাদরাসা ই তাকওয়া মুঈনুল কুরআন, রোড-৪, রাজউক আবাসিক।

তারতীলুল কুরআন মাদরাসা, ১০৫৭, মেরাজনগর, নলক-এ।

জামিয়া আল-ইহসান, পলাশপুর ৪নং সড়ক, শনির আখড়া, দনিয়া।

 

তারকিব কাকে বলে? কেন শিখবে তারকিব?

মহিলা মাদরাসা

রশিদিয়া ইব্রাহীমিয়া মহিলা মাদরাসা, পলাশপুর।

মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা, পাটেরবাগ।

হযরত ফাতিমা (রাঃ) তালীমুদ্দীন মহিলা মাদরাসা, মেরাজনগর।

আশরাফুল উলূম মহিলা মাদরাসা, ৬৪ মুরাদপুর রজ্জব আলী, সরদার রোড।

রায়হানুল উলূম মহিলা মাদরাসা, তুষারধারা আ/এ।

দারুত তাকওয়া মহিলা মাদরাসা, ১৭৯৬ জনতাবাগ (রায়েরবাগ)।

জামিয়া ইসলামিয়া দারুল উলূম মহিলা মাদরাসা, পূর্ব মোহাম্মদবাগ।

দাওয়াতুস সুন্নাহ মহিলা মাদরাসা, ৬৯/২/বি, আলমবাগ, নতুন জুড়াইন।

জামিয়া ইসলামিয়া আয়েশা সিদ্দীকা (রাঃ) দারুল উলূম মাদরাসা, ৯৫৬ হাজী সালাউদ্দীন রোড, মোহাম্মদবাগ।

ইসলাহুন নিসা বালিকা মাদরাসা, ব্লক-বি, মেরাজনগর।

হাজেরা আফাজ হাফিজিয়া মহিলা মাদরাসা, ১৬৭১, পূর্ব জুরাইন।

হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদরাসা, ১৪০৯, দনিয়া (হাজী শেখ ইউনূস মিয়ার বাড়ী)।

দারুল উলূম কারীমিয়া মহিলা মাদরাসা, ১০৬০, মেরাজনগর, ব্লক-এ।

 

 

কামরাঙ্গীরচর থানার উল্লেখযোগ্য এলাকাসমূহঃ কামরাঙ্গীরচর, আশরাফাবাদ, আহছানবাদ, নূরবাগ, নয়াগ্রাম, বড়গ্রাম, সুলতানগঞ্জ এবং হুজুরপাড়া।

 

ছেলে মাদরাসা

মাদরাসাই-ই- নূরিয়া, আশরাফাবাদ।

মাদরাসাতুল মাদীনাহ, আশরাফাবাদ।

জামিয়া ইসলামিয়া হাজী আব্দুল আলী, মুসলিমবাগ।

জামিয়াতুল আবরার, পশ্চিম নবীনগর।

মারকাযুল কুরআন আশরাফাবাদ, পশ্চিম মাদরাসাপাড়া।

আজিজিয়া ইসলামিয়া মাদরাসা, পূর্ব ইসলামনগর।

মদীনাতুল উলূম মাদরাসা, মোমেনবাগ।

দারুল উলূম রবিউল্লাহ সরকার আরাবিয়া মাদরাসা, পূর্বরসূলপুর, ২নং রোড।

মাদরাসাতু নূরুল কুরআন, কয়লাঘাট, ছাতা মসজিদ রোড।

জামিয়া মুনাওয়ারাহ ঢাকা, ১০০২, রসূলপুর।

দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা, বোরহানপুর (বড় মসজিদ)।

নূরুল কোরআন মাদরাসা, আচারওয়ালা ঘাট (মধ্য ইসলামনগর)।

দারুল কুরআন আশরাফাবাদ, ৩৯৭, আশরাফাবাদ।

জামিয়াতু বিলাল বিন রাবাহাহ (রাঃ) আল ইসলামিয়া, ঝাউলাহাটি (হযরত নগর)।

মাদরাসায়ে আশরাফিয়া, আশরাফাবাদ।

নিদাউল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা, রহমতবাগ।

জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ), চিনিরবাড়ী, টেকেরহাটি।

 

 

 

মহিলা মাদরাসা

আনোয়ারুল উলূম মহিলা মাদরাসা, ৫৫নং আশরাফাবাদ।

জামিয়া ইসলামিয়া মহিলা মাদুরাসা, ২, ওয়ায়েসকরনী রোড, মোহাম্মদনগর, মুন্সিহাট।

রাবেয়া বসরী ইসলামিয়া মহিলা মাদরাসা, ১৯ বাকচাঁন খাঁ ছাতা মসজিদ।

খাদিমুল ইসলাম মহিলা মাদরাসা, দক্ষিণ মুন্সিহাটি।

জামিয়া আরাবিয়া লিল বানাত (আলীনগর মহিলা মাদরাসা)।

শরিফাতুন্নিসা মহিলা মাদরাসা, বাড়ী-৬, রোড-১, পূর্ব ইসলামনগর, আল মদীনা মসজিদ রোড।

হযরত আলী (রাঃ) মহিলা মাদরাসা, আলী নগর বাজার চৌরাস্তা।

নাদিয়াতুল কুরআন মহিলা মাদরাসা, কলেজ রোড।

উম্মাহাতুল মুমিনীন (রাঃ) মহিলা মাদরাসা, নয়াগাও।

বিছমিল্লাহ আরাবিয়া মহিলা মাদরাসা, জাউলাহাটি।

জামিয়া আরাবিয়া ইসলাহুন নিসা বাংলাদেশ, বড়গ্রাম (মেইনবোড)।

 

এক মিনিট!

আপনি কি এই লেখাটির দ্বারা উপকৃত হয়েছেন?

হলে আমার এই ওয়েবসাইটের জন্য তৈরি করা পেজটি ফলো করতে ভুলবেন না।

Shorhe Wafi By Saifullah Tamim

মাদরাসা বা ধর্মীয় শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শের জন্যও পেজে মেসেজ দিতে পারেন রিয়েল আইডি দিয়ে। 

ধন্যবাদ। 

 

 

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *