ঢাকা জেলার গুরুত্বপূর্ণ একটি থানা যাত্রাবাড়ী । দেশের উত্তর পূর্বাঞ্চলীয় বিভাগ সিলেট এবং বন্দরনগর চটগ্রাম থেকে ঢাকায় প্রবেশের পথ হিসেবে পরিচিতি এই এলাকাটি। যাত্রাবাড়ী থানা এবং তার পার্শ্ববর্তী থানা ডেমরা এলাকার সকল কওমী মাদরাসার তালিকা রয়েছে এই লেখাটিতে।
যাত্রাবাড়ী থানায় অবস্থিত কওমী মাদরাসা
যাত্রাবাড়ী থানার অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য এলাকাসমূহ হলোঃ যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধলপুর, বিবিরবাগিচা, গোলাপবাগ, মীর হাজিরবাগ, দোলাইপার, কাজলা, শেখদি, রায়েরবাগ (আংশিক) এবং মাতুয়াইল (আংশিক)।
ছেলে মাদরাসা
জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, ৩১২, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী বড় মাদরাসা)।
জামিয়া আবু বকর সিদ্দীক (রাঃ), ৫৫/ক, উত্তর যাত্রাবাড়ী।
*বিজ্ঞাপন
জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড, পশ্চিম যাত্রাবাড়ী।
মাদরাসাতুল কাসেম আল-ইসলামিয়া, উত্তর গোলাপবাগ।
জামিয়াতুল আবরার, মাতুয়াইল দক্ষিণপাড়া।
আল মারকাযুল ইলমী ঢাকা, মেম্বারবাড়ী (ভাঙ্গা প্রেস)।
জামিয়া রহমানিয়া দারুল ইসলাম, দক্ষিণ কাজলা (বিশ্বরোড জামে মসজিদ)
মাদরাসা উলূমে শরীয়াহ, ৭৪/১-এ, উত্তর যাত্রাবাড়ী।
জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম, ৪৪৮/১, মীর হাজীরবাগ (বড়বাড়ী মাদরাসা)।
জামিয়াতুল আনওয়ার ঢাকা, ৬৬১ কাজিরবাগ, পূর্ব ধোলাইপার বাজার।
দারুল ইসলাম ক্বাওমী মাদরাসা, ১/১ বিবির বাগিচা।
মাদরাসাতুস সুফফা আল আরাবিয়া, ৩৮২/৮ পশ্চিম মীর হাজীরবাগ।
আল মাদরাসাতুল কাসিমিয়া মদীনাতুল উলূম, সামাদনগর।
মাহাদুশ শায়েখ ইলিয়াস রহঃ, ১৪১ দক্ষিণ কুতুবখালী।
মাওলানা শামসুল হক ইসলামিয়া মাদরাসা, ৩নং পশ্চিম যাত্রাবাড়ী।
জামিয়া আরাবিয়া, মুসলিমাবাদ, দনিয়া।
হোসাইনিয়া ফয়জুল উলূম তাহফীজুল কোরআন মাদরাসা, রহমতপুর, ১১৭৪ পাড়াডগাইর।
জামি’আ ইসলামিয়া ঢাকা, ১৬, উত্তর কুতুবখালী।
বাবুস সালাম উলূমে শারইয়্যাহ মাদরাসা, ১০৫/২, উত্তর যাত্রাবাড়ী।
দারুল হিকমাহ আল ইসলামিয়া, ২২৬/শেখপাড়া।
মারকাযুল উলূম আজিজিয়া, কাজলা ভাঙ্গাপ্রেস (চান মিয়া রোড),।
জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়া, ৮৮/৯, উত্তর যাত্রাবাড়ী।
নূরুল উলূম ইসলামিয়া মাদরাসা, ৩৭, দক্ষিণ সায়দাবাদ, বীরউত্তম হায়দার সড়ক।
নূরুল উলূম ইসলামিয়া মাদরাসা, কাঠেরপুল।
আশরাফুল উলূম মাদরাসা, পাড়া ডগাইর (কোনাপাড়া)।
দারুল কুরআন মাদরাসা, ২৭৫, দক্ষিণ যাত্রাবাড়ী।
মাদরাসা বাইতুর রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম, ৩৪৪ উত্তর দনিয়া।
তাহফীযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা, ৭৯/১/জি, বিবির বাগিচা।
আল্লামা শামসুল হক্ব (রহঃ) মাদরাসা, ১৪৭/২/খ দক্ষিণ যাত্রাবাড়ী।
ধলপুর নারিকেল বাগান মসজিদ ও মাদরাসা, ১০নং ধলপুর।
মাদরাসা ছওতিল কুরআন, ফরিদবাদ।
মারকাযুত তানজিল আল ইসলামী মাদরাসা, ৪৫৩, নয়াপাড়া দনিয়া (শনির আখড়া বাসস্ট্যান্ড)।
মাদরাসা আবু হুরাইরাহ (রাঃ), ৪৮২, উত্তর দনিয়া।
আনোয়ারুল উলূম মাদরাসা, ৭৮/বি-২১/১, বিবিরবাগিচা ৪নং গেইট।
বাইতুন নাজাত মাদরাসা, ৮০-ক, উত্তর যাত্রাবাড়ী।
ইহসানুল উম্মাহ হিফজুল কুরআন নূরানী মাদরাসা, ৭৩, উত্তর যাত্রাবাড়ী।
মাদরাসাতুল হক বাংলাদেশ, উত্তর রায়েরবাগ।
মারকাযুল উলূম হিফজ মাদরাসা, ৪৯/২, উত্তর যাত্রাবাড়ী।
মাদরাসাতুল ইতক্বান লি উলূমিল কুরআন, বিশ্বাসম্যানশন, উত্তর কুতুবখালী।
মারকাযু উলূমিল হাদিস মাদরাসা, আদর্শবাগ।
তাহসিন হিফজ মাদরাসা, ৮০/সি, ফুলজান টাওয়ার, বিবির বাগিচা।
মোহাম্মদীয়া শামছুল উলূম মাদরাসা, বাইতুর রিদওয়ান, উত্তর কাজীরগাঁও।
মহিলা মাদরাসা
দারুল উলূম মহিলা মাদরাসা , ৩৫/সি, উত্তর গোলাপবাগ (গোলাপবাগ মহিলা মাদরাসা)।
জামিয়া ইসলামিয়া আশরাফুল উলূম মহিলা মাদরাসা ও এতিমখানা, ছনটেক (ছনটেক মাদরাসা)।
তালিমুল কুরআন বালিকা মাদরাসা, ১২৩/১/১ দক্ষিণ যাত্রাবাড়ী।
জামেয়া ইব্রাহীমিয়া মহিলা মাদরাসা, কাজলার পাড়, যাত্রাবাড়ী।
জামিয়া ইসলামিয়া ফাতিমিয়া মহিলা মাদরাসা, ৪৪/২, পশ্চিম যাত্রাবাড়ী।
আলহাজ্ব এম. এ. আজিজ ও আমেনা খাতুন ইসলামিয়া মহিলা মাদরাসা, ৫/১-এ, উত্তর যাত্রাবাড়ী।
মাদরাসা আয়েশা সিদ্দীকা (রাঃ), ৬৫/১-বি উত্তর যাত্রাবাড়ী, কলার আড়ৎ রোড।
জামিয়া হাকিমিয়া দারুল উলূম মহিলা মাদরাসা, ১৭৫ মির হাজীরবাগ, আবু হাজী স্কুল রোড।
দারুল উলূম ইসলামিয়া মহিলা মাদরাসা, ৭৬/খ/৯ উত্তর যাত্রাবাড়ী, বিবির বাগিচা ২নং গেইট।
দারুস সালাম মহিলা মাদরাসা, মাতুয়াইল, পশ্চিমপাড়া।
জান্নাতুল ফেরদাউস মহিলা মাদরাসা, ২২৬/সি শেখপাড়া।
হযরত সুমাইয়া (রাঃ) ক্যাডেট এন্ড নূরানী ট্রেনিং মহিলা মাদরাসা, ৮০/৫/১, বিবির বাগিচা।
মুফিদুল ইসলাম মহিলা মাদরাসা, ওয়ার্ড-৬, বাড়ী-৫, যাত্রাবাড়ী।
রওযাতুল আতফাল মহিলা মাদরাসা, মাতুয়াইল দক্ষিণপাড়া।
রহমানিয়া আরাবিয়া বালিকা মাদরাসা, ৩/১, সুতিখাল পাড়, উত্তর যাত্রাবাড়ী।
ছওতুল কুরআন বালিকা মাদরাসা, ২৪৯/৩/সি, আব্বাস উদ্দিন রোড, মুসাফির ভিলা।
নূরুল উলূম ইসলামিয়া মহিলা মাদরাসা, কাঠেরপুল।
তারকিব কাকে বলে? কেন শিখবে তারকিব?
ডেমরা থানায় অবস্থিত কওমী মাদরাসা
ডেমরা থানার অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য এলাকাসমূহ হলোঃ ডেমরা, সারুলিয়া, বামৈল, আমুলিয়া, কোনাপাড়া, তারাবো, ডগাইর, এবং বড়ভাঙ্গা।
ছেলে মাদরাসা
জামিয়াতু ইবরাহীম (আঃ), মাহমুদনগর, সাইনবোর্ড।
আল জামিয়াতুল আরাবিয়া আনওয়ারুর রহমানিয়া, কোনাপাড়া।
নরাইবাগ ইসলামিয়া মাদরাসা।
জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম, উত্তর সানারপাড়।
দারুল উলূম মাদরাসা ও এতিমখানা, ওলামা নগর।
আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদরাসা, শান্তিবাগ।
নান্নুমুন্সি জামিয়া কারীমিয়া দারুল উলূম মাদরাসা, বড়ভাঙ্গা।
জামিয়া কারীমিয়া দারুল উলূম মাদরাসা, বামৈল।
জামিয়া নিজামিয়া কাসেমুল উলূম মাদরাসা, ডগাইর পূর্ব পাড়া।
বাইতুন নূর মাদরাসা, বামৈল।
জামিয়া এমদাদিয়া, মুসলিমনগর।
জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদরাসা, পাইটি।
মাদরাসাতুল উলূমিল ইসলামিয়া, পূর্ব বঙনগর।
জামিয়া ওসমান ইবনে আফফান (রাঃ), দক্ষিণ মাতুয়াইল, মোগলনগর।
জামিয়া ইসলামিয়া মারকাযুল উলূম মাদরাসা, পশ্চিম সানার পাড়।
দারুল ইরফান কিন্ডার গার্ডেন এন্ড মাদরাসা মাদরাসা, সারুলিয়া,
মারকাযুল হুদা আল ইসলামিয়া মাদরাসা, মাহমুদনগর।
আব্দুল আলী ইসলামিয়া মাদরাসা, মদীনানগর, বামৈল।
ইশাআতুল উলূম মাদরাসা, আমতলা, সারুলিয়া।
ওমর ফারুক (রাঃ) হাফিজিয়া কাওমিয়া মাদরাসা, পূর্ব বক্স নগর, সারুলিয়া।
হাজী রহমতুল্লাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা, দক্ষিণ টেংরা, সারুলিয়া।
শুকুরসী খাদিজাতুল কুবরা (রাঃ) তাহফিজুল কুরআন মাদরাসা, শুকুরসী।
ছাওতুল হেরা তাহফীজুল কোরআন মাদরাসা, হাজীনগর, সারুলিয়া।
মাদরাসা ওমর ইবনুল খাত্তাব (রাঃ), হাজী বাদশাহ মিয়া রোড।
তাহফিজুল কোরআন মাদরাসা, সুফিয়া ম্যানসন, মোমেনবাগ চৌরাস্তা থেকে একটু দক্ষিণে , পাড়া ডগাইর।
মাদরাসায়ে আবু হুরায়রা (রাঃ), মধুবাগ।
আলী বিন আবী তালিব (রাদি.) হিফজুল কুরআন মাদরাসা, বাহির টেংরা আমতলা, সারুলিয়া।
জামিয়াতু ওমর ফারুক (রাঃ) মাদ্রাসা, নিউ সিটি, ডগাইর পূর্বপাড়া, সারুলিয়া।
মহিলা মাদরাসা
মানজুরুল উলূম মহিলা মাদরাসা, হাজী নগর।
মাহমূদিয়া মহিলা মাদরাসা, মাহমুদ নগর, ডগাইর।
খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা, বামৈল পূর্বপাড়া।
ইসলামিয়া মহিলা মাদরাসা, কাজী নজরুল ইসলাম রোড, হাজীনগর।
খাদিজাতুল কুবরা (রাঃ) আদর্শ মহিলা মাদরাসা, মোঘলনগর, ডেমরা।
হেমায়েত ইসলাম মহিলা মাদরাসা, প্লট-৪৮২০, মুসলিমনগর, আশরাফ আলী রোড।
হালিমাতুস সাদিয়া (রাঃ) মহিলা মাদরাসা, নড়াইবাগ (মালা মার্কেট)।
জামিয়াতুস সাহাবা মহিলা মাদরাসা, পশ্চিম সানারপাড় (চৌরাস্তা)।
ছবি কৃতজ্ঞতাঃ Ikhlas Al Fahim (Eye’s Window)
এক মিনিট!
আপনি কি এই লেখাটির দ্বারা উপকৃত হয়েছেন?
হলে আমার এই ওয়েবসাইটের জন্য তৈরি করা পেজটি ফলো করতে ভুলবেন না।
Shorhe Wafi By Saifullah Tamim
মাদরাসা বা ধর্মীয় শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শের জন্যও পেজে মেসেজ দিতে পারেন রিয়েল আইডি দিয়ে।
ধন্যবাদ।
Facebook Comments