তারকিব।
আরবী ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ।
এবং সেই সাথে ভালোলাগার মতো-ও একটি বিষয়।
তবে তারকিব তোমার ভালো লাগবে কি লাগবে না, তা নির্ভর করে তোমার বুঝা না বুঝার উপর।
তুমি যদি তারকিব বুঝতে পারো, তাহলে তারকিব খুব সহজ ও আনন্দের। আর না বুঝলে তোমার মনে হবে তারকিব খুব কঠিন ও বিরক্তিকর।
তাই আমি খুব চেষ্টা করি ছাত্রদের সহজে তারকিব বুঝাতে। আর বুঝানোর ক্ষেত্রে আমার প্রধান মাধ্যম সাইকেল। প্রায় প্রতি বছর আমি সাইকেলের উদাহরণ দিয়ে ছাত্রদের তারকিব বুঝাই। এই বছরেও (২০২১) আমি তা করেছি। তবে এই বছরের বুঝানোর পদ্ধতিটা ছিল অন্যান্য বারের চেয়ে বেশি ভালো। সেই অভিজ্ঞতটাই নিচে তোমার সামনে বর্ণনা করছি। সেটা পড়ে তুমি জানতে পারবে, তারকিবের পরিচয় ও প্রয়োজনীয়তা। আর জানতে পারবে, কীভাবে কঠিন বিষয় সহজে শেখানো যায়, প্রাণবন্ত হয়ে ওঠে ক্লাসরুম।
আমার এক ছাত্র বাসা থেকে সাইকেল দিয়ে আসে মাদরাসায়। রাখে মাদরাসার নিচে।
একদিন তাকে বললাম সাইকেলটা মাদরাসার ভিতরে নিয়ে আসতে। নিয়ে আসলো। রুমের এক পাশে রাখলাম সাইকেল আর এক পাশে দাঁড় করালাম ছাত্রদের। তারপর হাত রাখলাম সাইকেলের হ্যান্ডেলে। নাম জানতে চাইলাম সাইকেলের এ অংশের। সবাই নাম বলতে পারলো। তারপর একে একে হাত ও পা রাখলাম সাইকেলের সিট, বেল, চাকা, প্যাডেল, চেইনসহ আর কয়েকটি অংশে। তারপর তাদের মুখ থেকেই শুনে নিলাম সাইকেলের বিভিন্ন অংশের নাম।
তারপর সরে এলাম সাইকেলের কাছ থেকে। কাছাকাছি এলাম ছাত্রদের। প্রশ্ন করলাম।
‘তোমরা এত সময় কী করেছে জানো?’
কী উত্তর দিবে? ছাত্ররা বুঝতে পারছে না।
‘তোমরা এতক্ষণ করেছো সাইকেলের তারকিব।’
যেন আরও বেশি বিভ্রান্ত হয়ে গেল তারা।
আমি বলতে শুরু করলাম।
তারকীব আসলে কী? তারকীব মানে একটি বাক্যের বিভিন্ন অংশের পরিচয় বলা। বাক্যের একটি অংশকে বলা অমুক। আরেকটি অংশকে বলা তমুক। এভাবে বাক্যের এক একটি শব্দ বলে বাক্যে তার অবস্থান বর্ণনা করার নামই তারকিব। তোমরা এত সময় সাইকেলের বিভিন্ন অংশের নাম বলেছো। বাক্যের বিভিন্ন অংশের নাম বর্ণনা করাকে যদি বাক্যের তারকীব বলা হয়, তাহলে তো তোমরা এতক্ষণ সাইকেলের তারকিব করেছো, তাই না?
জানি না লেখাগুলো পড়ার এই সময়টাতে তোমার মুখের এখন কেমন? তবে ছাত্রদের মুখে কিন্তু হাসি ছিল। যেই হাসিটা এই মুহূর্তেও আমার মনকে প্রফুল্ল করছে।
(লেখার পরবর্তী অংশ পড়তে নিচের page 2 লেখা অংশে ক্লিক কর।)