আল্লাহ তায়ালা চাইলে তার প্রিয় বান্দাদের দিয়ে এমন কোন কাজ করাতে পারেন যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা কোরআন হাদীস দ্বারা প্রমাণিত সত্য। তাই ওলিদের কারামতকে অস্বীকারের কোন উপায় নেই।
কিন্তু সেই সাথে কারামত নিয়ে আরও কয়েকটি কথাও বলি।
১. কোনো ব্যক্তি আল্লাহর প্রিয়, এটা প্রমাণের জন্য তার থেকে কারামত প্রকাশ পাওয়া শর্ত না। এমন অনেক ব্যক্তিও থাকতে পারেন যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন কিন্তু তাদের থকে কোনো কারামতের ঘটনা প্রকাশ পায়নি।
২- কোনো ব্যক্তির দ্বারা যদি এমন কিছু ঘটে যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না তাহলেই সেটা কারামত হয়ে যাবে এমনও না বিষয়টা। জাদু বা কুফরি কালামের সাহায্যে অনেক ভণ্ডও এমন ঘটনা দেখাতে পারে।
৩- কোনো কারামতের ঘটনা আমি ততক্ষণ পর্যন্ত সত্যায়ন বা মিথ্যায়ন করব না যতক্ষণ না পর্যন্ত এর পক্ষে-বিপক্ষে এমন কোনো দলীল পাই যা আমার মনকে প্রশান্ত করে।
৪- কোনো ধর্মীয় আলোচনায় কারামতের উল্লেখকে অপছন্দ করি। বরং শুনতে চাই যে, আল্লাহ তায়ালা এটা বলেছেন, রাসূলুল্লাহ সাঃ এটা করেছেন অথবা বলেছেন, তাবেইন বা তাবেতাবেইনদের এমন কোন কথা যেটা সহীহ সনদের(সূত্রের) মাধ্যমে আমাদের নিকট পৌঁছেছে।
৫- যারা বিভিন্ন ওয়াজে শুধুমাত্র কারামতের ঘটনা উল্লেখ করে, কোরআন হাদীসের কথা তাদের ওয়াজে থাকে না। আমি মনে করি, কোরআন হাদীস সম্পর্কিত তাদের জ্ঞানের স্বল্পতার কারণেই তারা এমনটা করে থাকে। ঘণ্টা চুক্তিতে ওয়াজ করে তারা নিজেদের পকেট ভরাট করে থাকে মাত্র।
৬- মূলকথাঃ কারামাত সত্য। তবে কারামাতের নামে প্রচলিত বেশীরভাগ গল্পই মিথ্যা।
Facebook Comments